গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কয়েকটি ইউনিয়নের উপর দিয়ে প্রচন্ড বেগে বয়ে যাওয়া কাল বৈখাখী ঝড় ঘূর্ণিঝরের রুপ নিয়ে সবকিছু লন্ডভন্ড করে দিয়েছে। এসময় কাছের নিছে পড়ে নারীসহ ২ জন নিহত হয়েছে।
রোববার আনুমানিক বেলা ৩টার দিকে হঠাৎ করে উত্তর পশ্চিম থেকে বয়ে আসা কাল বৈশাখী ঝড় শুরু হয়ে ঝুর্ণিঝড়ে রুপ নেয়। এতে করে উপজেলা কঞ্চিবাড়ি, ছাপাড়হাটি, ধোপডাঙ্গা, চন্ডিপুর, বেলকা, শান্তিরাম, রামজীবন, সর্বানন্দ ইউনিয়নে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। হাজার হাজার গাছপালা ভেঙ্গে পড়ে। বৈদ্যুতিক খুটি ভেঙ্গে যাওয়ায় বিদ্যুৎ বিছিন্ন হয়ে পড়ে গোটা এলাকা।
এছাড়া, শতশত বসতঘর পড়ে যায়, বোরো ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় ও কয়েক’শ পানের বরজ ভেঙ্গে পড়ে। এদিকে ঝড়ের সময় গাছের নিচে পড়ে কিশামত হলদিয়া গ্রামের (দোয়ারা) ছলেমান মেকারের স্ত্রী ময়না বেগম (৪৭) ও সর্দারপাড়া গ্রামের দুলা মেম্বরের ছেলে ছালাম মিয়া (৫০) নিহত হয়। বর্তমানে ঝড় কবলিত এলাকাগুলোতে মানুষের মাঝে ভিতিকর অবস্থা বিরাজ করছে।