মাগুরার জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক, ড. আশরাফুল আলম এর নির্দেশনায় সোমবার মাগুরা জেলার পৌর এলাকায় কোভিড-১৯ বিস্তার রোধকল্পে মন্ত্রিপরিষদ বিভাগ হতে জারীকৃত নির্দেশনা বাস্তবায়নে জেলা প্রশাসন,মাগুরার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ জেলা পুলিশ, আনসার সদস্য ও স্কাউটদের সহযোগিতায় পৌর এলাকার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করে।
মোট ৫৮ টি মামলায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৫৯,৬৫০ টাকা অর্থদন্ড প্রদান করে।একই সাথে জেলার অন্যান্য উপজেলাতেও মোবাইল কোর্ট অব্যাহত আছে বলে জানান হয়েছে।