বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস ২০২০, এর মহিলা ফুটবলে চ্যাম্পিয়ন হয়ে স্বর্ণপদক জিতলো মাগুরা জেলা ফুটবল এসোসিয়েশন, বঙ্গবন্ধু স্টেডিয়ামে রবিবার টাই ব্রেকারে ব্রাম্মনবাড়িয়া জেলাকে ৩- ২ গোলে পরাজিত করে মাগুরা ডিএফএ চ্যাম্পিয়ন হয়।
তাদের এ সাফল্যে অভিনন্দন জানিয়েছেন মাগুরা ১ আসনের ” সংসদ সদস্য” আলহাজ এ্যাড, সাইফুজ্জামান শিখর , ড. আশরাফুল আলম,”জেলা প্রশাসক মাগুরা” পঙ্কজ কুমার কুণ্ডু, “চেয়ারম্যান জেলা পরিষদ মাগুরা, আবু নাছের বাবলু, উপজেলা চেয়ারম্যান মাগুরা সদর, খুরশীদ হায়দার টুটুল, মেয়র মাগুরা পৌরসভা, সহ বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ।