নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে কার্গো জাহাজের ধাক্কায় ডুবে যাওয়া লঞ্চটি উদ্ধার করে পাড়ে নিয়ে আসা হয়েছে। সোমবার (৫ এপ্রিল) দুপুর ১টার দিকে লঞ্চটি উদ্ধার করা হয়। এ সময় লঞ্চ থেকে আরও ২১ জনের মরদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে মোট ২৬ জনের মরদেহ উদ্ধার করা হলো।
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যার পাড়ে বসে প্রিয়জন হারানোর শোকে কাটানো দীর্ঘ সময় এক পর্যায়ে রূপ নেয় ক্ষোভে। উদ্ধারকারী যে কাউকে দেখলেই তেড়ে যাচ্ছে স্বজনেরা। একের পর এক তুলে আনা হয় মরদেহ। বাড়ে স্বজনদের আহাজারি। আকাশ-বাতাস ভারী হয়ে আসে।
রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নারায়ণগঞ্জের কয়লাঘাট এলাকায় ডুবে যায় এমভি রাবিত আল হাসান নামের লঞ্চটি। মোবাইলে ধারণ করা ফুটেজে দেখা যায় একটি কার্গো জাহাজ পেছন থেকে লঞ্চটিকে ধাক্কা দিলে ঘটে দুর্ঘটনা। এরপর থেকেই স্বজনদের আহাজারি আর কান্নায় ভারী হয়ে ওঠে শীতলক্ষ্যার পার।
অভিযান শুরুর চার ঘণ্টা পর রাত ১২টার দিকে ৫টি মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। মরদেহ পাড়ে আনার সঙ্গে সঙ্গেই দেখা দেয় হৃদয়বিদারক দৃশ্য। নিখোঁজ স্বজনের খোঁজে মরদেহ শনাক্তে হুমড়ি খেয়ে পড়ে স্বজনেরা। ডুবে যাওয়া লঞ্চে ৪৮ জন যাত্রী ছিল বলে ফায়ার সার্ভিস জানালেও বেঁচে ফেরা যাত্রীরা বলছেন যাত্রীর সংখ্যা ছিল একশোর উপর।