আগামী ছয় মাসের মধ্যে যে কোন একটি ফরম্যাট থেকে অবসরের ইঙ্গিত দিয়েছেন তামিম ইকবাল। গুঞ্জন আছে টি-টোয়েন্টিকে বিদায় জানাতে যাচ্ছেন ওয়ানডে ক্যাপ্টেন। নির্বাচক হাবিবুল বাশার, তামিমের সিদ্ধান্তে পাশে থাকছেন।
নিউজিল্যান্ডে ভরাডুবির পরও ক্রিকেটারদের সামর্থ্যে আস্থা হারাচ্ছেন না বাশার। এদিকে, দুই-একদিনের মধ্যে হবে শ্রীলঙ্কা সফরের দল ঘোষণা।
নিউজিল্যান্ডের কন্ডিশন দুর্বোধ্য, সবারই জানা। অন্তত একটা ম্যাচ জয়ের সামর্থ্য রাখে তামিম-মুশফিকরা। কিন্তু অতীতের ধারাবাহিকতায় এবারও ব্ল্যাকক্যাপদের বিপক্ষে হারের লজ্জা মাথা পেতেছে ক্রিকেটাররা। তাতে ক্রিকেটারদের সামর্থ্য, প্রশ্নের মুখে।
টেস্ট চ্যাম্পিয়নশিপের শেষ দুই টেস্টে লঙ্কানদের বিপক্ষে কোন পরীক্ষা-নিরীক্ষায় যেতে চায় না ম্যানেজমেন্ট। দুই-একদিনের মধ্যে দল ঘোষণা। সব ঠিক থাকলে ১২ এপ্রিল লঙ্কার বিমান ধরবে বাংলাদেশ দল।