ঝিনাইদহ শহরে ভোর ৬ টায় রাজধানী ও খুলনা-যশোর থেকে প্রায় ৫৫০০ (পাঁচ হাজার পাঁচশত) জাতীয় ও স্থানীয় পত্রিকা, পত্রিকার এজেন্টের মাধ্যমে ঝিনাইদহে আসে। প্রায় অর্ধশতাধিক পত্রিকার হকার পত্রিকা বিক্রয় করে সংসার পরিচালনা করেন। লকডাউনের কারণে পত্রিকার বিক্রয় অর্ধেকে নেমে এসেছে। মাত্র ২০০০ মত পত্রিকা বেঁচা কেনা হচ্ছে।
পত্রিকার প্রবিণ হকার মোহম্মদ আলী জানান, পত্রিকা বিক্রয় কমে যাওয়ায় সংসার পরিচালনা করা কষ্ঠ সাধ্য হয়ে পড়েছে। তিনি পত্রিকার গ্রাহকদের নিকট ৫৫ বছর ধরে পত্রিকা সরবরাহ করে আসছেন। মনিরুল, রাজু, রবিউল জানান কোন চাকরি না পাওয়ায় পত্রিকা বিক্রয়ের মাধ্যমে ২২ বছর ধরে সংসার পরিচালনা করেন।
পত্রিকা বিক্রয় এভাবে কমে আসলে পরিবার নিয়ে লকডাউনে চলা অসম্ভব হয়ে পড়বে। লকডাউনে পত্রিকা হকারগণ অসহায় বোধ করায় মানবিক কারণে প্রশাসনের নিকট আর্থিক অনুদান ও খাদ্যের ব্যবস্থা জন্য তারা অনুরোধ করেছেন।