চট্টগ্রামের ফটিকছড়ি থেকে ৪৭ কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন(র্যাব-৭)। জানা যায়, গতকাল সোমবার( ৫এপ্রিল) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭ এর একটি আভিযানিক দল উপজেলার ভূজপুর থানাধীন বাগানাজার ইউপির ৭নং ওয়ার্ডস্থ হলুদিয়া সৈনিকপাড়া জনৈক মোসলেম উদ্দিনের গুদাম ঘরে অভিযান পরিচালনা করে।
এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে একজন ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব সদস্যরা ধাওয়া করে তাকে আটক করে। আটকৃতের নাম জসিম উদ্দিন (২৮)। সে স্থানীয় মুহাম্মদ সেলিমের ছেলে বলে জানা গেছে।
পরবর্তীতে আটক জসিমকে ব্যাপক জিজ্ঞাসাবাদে তার দেখানো ও সনাক্তমতে নিজ হেফাজতে থাকা গুদামঘরে পেয়াঁজের বস্তার সঙ্গে মিলানো রক্ষিত তিনটি বস্তা থেকে প্রায় ৪৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১ লক্ষ ৫০ হাজার টাকা।
গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভূজপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা যায়।
গ্রেপ্তারকৃত জসিম দীর্ঘদিন যাবৎ চট্টগ্রাম জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী হতে মাদক সংগ্রহ করে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে মাদক সেবনকারীদের নিকট বিক্রয় করে আসছে বলে র্যাব-৭ সূত্রে জানা গেছে।