দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার পৌরশহরের পাবর্তীপুর রোডে পাবলিক টয়লেট না থাকায় জনসাধারণের চরম ভোগান্তি। ফুলবাড়ী পৌরসভা স্থাপিত হওয়ার পর থেকে পৌরশহরের ৪ নং ওয়ার্ডের পশ্চিম গৌরিপাড়া পাবর্তীপুর রোড এলাকার উন্নয়নে তেমন কোন ছোঁয়া লাগে নি। পাবর্তীপুর রোর্ড সংলগ্ন পূর্বদিকে প্রায় ২.৫ শতক জায়গা পরিত্যাক্ত অবস্থায় পড়ে রয়েছে।
সেখানে পৌরসভা থেকে একটি পাবলিক টয়লেট স্থাপন করলে পৌরসভা বছরে ৫০ থেকে ৬০ হাজার টাকা রাজস্ব আয় করতে পারবে। কিন্তু সেখানে গত ২০ বছর ধরে পাবলিক টয়লেট নির্মাণের জন্য ইতি পূর্বে পৌর মেয়রকে বলার পরেও কোন পদক্ষেপ নেন নি।
পাবলিক টয়লেট নির্মানের জন্য গতকাল সোমবার এলাকাবাসীর পক্ষে মোঃ সাইদুর রহমান ও মোঃ আফজাল হোসেন ফুলবাড়ী পৌরসভার মেয়র বরাবর সোমবার একটি লিখিত আবেদন করেন।
আবেদনের পরিপেক্ষিতে পৌর মেয়র আলহাজ্ব মাহমুদ আলম লিটন বলেন, বিষয়টি নজরে এসে এখন কাজ করার চেষ্টা করব। এব্যাপারে এলাকাবাসী সরেজমিনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পৌর মেয়র এর আশুহস্তক্ষেপ কামনা করেছেন।