আপনাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি যে, বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস ২০২০ রোলবল প্রতিযোগিতার নকআউট খেলা আজ অনুষ্ঠিত হয়।
এতে অংশ নিয়েছে বাংলাদেশ আনসার, লেজার স্কেটিং ক্লাব, সুন্দরবন স্কেটিং ক্লাব, মাসুম স্কেটিং ক্লাব, মতিঝিল স্কেটিং ক্লাব, স্পীড স্কেটিং ক্লাব, কিশোরগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা, দিনাজপুর রোলার স্কেটিং অ্যাসেসিয়েশন, লালমনিরহাট রোলার স্কেটিং ক্লাব, যাত্রাবাড়ি রোলার স্কেটিং ক্লাব, ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থা, পঞ্চগড় স্কেটিং ক্লাব, চাঁদপুর স্কেটিং ক্লাব, শহীদ সাহাবুদ্ধিন স্মৃতি স্কেটিং ক্লাব, শহীদ বুদ্ধিজীবি স্কেটিং ক্লাব, নারায়নগঞ্জ স্কেটিং ক্লাব, চট্টগ্রাম স্কেটিং একাডেমি, রাজশাহী স্কেটিং ক্লাব, মিরপুর স্কেটিং ক্লাব, শেখ রাসেল স্কেটিং ক্লাব, কুড়িগ্রাম স্কেটিং ক্লাব ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা।
আজ সকালে নকআউট পর্ব (পুরুষ বিভাগ) প্রথম খেলায় লেজার স্কেটিং ক্লাব ২-০ গোলে গুলশান স্কেটিং ক্লাবকে হারিয়েছে, দ্বিতীয় খেলায় মতিঝিল স্কেটিং ক্লাব ১-০ গোলে যাত্রাবাড়ি রোলার স্কেটিং ক্লাবকে হারিয়েছে এবং তৃতীয় খেলায় বাংলাদেশ আনসার ৯-০ গোলে ঠাকুরগাঁকে হারিয়েছে।
অন্যদিকে বিকালে নকআউট পর্ব (মহিলা বিভাগ) প্রথম খেলায় লেজার স্কেটিং ক্লাব ৪-০ গোলে লালমনিরহাট রোলার স্কেটিং ক্লাবকে হারিয়েছে এবং দ্বিতীয় খেলায় বাংলাদেশ আনসার ৯-০ গোলে শহীদ শেখ কামাল রোলার স্পোটর্স ক্লাবকে হারিয়েছে।