জমকালা আয়াজন বাদরবান শুরু হলো বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসের কারাতে প্রতিযোগিতা । মঙ্গলবার (৬এপ্রিল) সকালে বান্দরবানের মেঘলাস্থ পার্বত্য জেলা পরিষদের নবনির্মিত অডিটোরিয়াম ভবনে বেলুন উড়িয়ে ৩ দিন ব্যাপী বাংলাদেশ গেমসের কারাতে ইভেন্টের উদ্ধোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
এসময় অন্যান্যদের মধ্যে সেনাবাহিনীর বান্দরবান ৬৯ রিজিয়ন কমান্ডার ব্রীগেডিয়ার জেনারেল জিয়াউল হক, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্যশৈহ্লা, জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তীবরীজি, পুলিশ সুপার জেরিন আখতারসহ বিভিন্ন অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানায়, কারাতে গেমসের ১৯টি ইভেন্টে সাতটি বিভাগের ৩৯টি গ্রুপের দেড়শ জন খেলোয়ার অংশ নিচ্ছে। ৩দিন ব্যাপী এ গেমস চলবে ৮ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সকাল নয়টা থেকে বিকাল তিনটা পর্যন্ত। বাংলাদেশ কারাতে ফেডারেশনের তত্বাবধানে জাতীয় পর্যায়ের এ গেমস স্থানীয়ভাবে বান্দরবান জেলায় অনুষ্ঠিত হচ্ছে। উদ্ধোধনী দিনে কারাতে প্রথম গোল্ড জিতেছে বান্দরবান জেলার মেয়ে নুমে মারমা। ব্রোঞ্চ জিতেছে আনসার বাহিনীর হুমায়রা আকতার অন্তরা।