কুমিল্লার হোমনায় সরকার নির্দেশিত লকডাউন কার্যকর করতে উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ১৩টি মামলায় আইন অমাণ্যকারী ২২ জনকে ৬ হাজার ৬ শ’ টাকা জরিমানা করা হয়।
অপরদিকে গাঁজা সেবনের অপরাধে রাতে উপজেলার শ্রীমদ্দি গ্রামের হযরত আলীর ছেলে ইব্রাহিম (৪৫) নামের একজনকে তিন মাসের বিনাশ্রম কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল সোমবার বিকেলে উপজেলা সদর, পঞ্চবটি, ছিনাইয়া, কারারকান্দি, বাঘমারা লকডাউন কার্যকর এবং রাত ১১ টায় শ্রীমদ্দি এলাকায় মাদকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচারিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমন দে এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া ভূঁইয়া পুলিশের সহায়তায় ওই অভিযান পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৩টি মামলায় ২২ জন অভিযুক্তকে ৬ হাজার ৬ শ’ টাকা অর্থদন্ড এবং উপজেলার শ্রীমদ্দি গ্রামে গাঁজা সেবনের দায়ে একই দিনগত রাতে মো. ইব্রাহিম নামে একজনকে তিন মাসের বিনাশ্রম কারাদ- দেওয়া হয়েছে।