ভোলা-লক্ষ্মীপুর নৌপথে মেঘনা নদীতে একটি ফেরির মধ্যে থাকা পণ্যবাহী গাড়িতে গতকাল বুধবার দিবাগত রাতে আগুন লাগার পর তা ছড়িয়ে পড়ে। ফলে ওই ফেরিতে থাকা মোট ৯টি যানবাহনেও আগুন লেগে যায়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ভোলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক ফারুক হোসেন জানিয়েছেন, ‘জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর মাধ্যমে আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে খবর পাই, মেঘনা নদীতে কলমিলতা নামের একটি ফেরির মধ্যে থাকা গাড়িতে আগুন লেগেছে।
এরপর ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করে। সকাল ১০টার দিকে আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এতে বহু ক্ষয়ক্ষতি এড়ানো গেছে। তবে এখন পর্যন্ত কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা জানা যায়নি।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও জানান, একটি পণ্যবাহী গাড়ি থেকে আগুন ছড়িয়ে পড়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরে আগুন ছড়িয়ে পড়ায় চারটি পণ্যবাহী কাভার্ডভ্যান, তিনটি ছোট-বড় ট্রাক, একটি মোটরসাইকেলও ক্ষতিগ্রস্ত হয়েছে।