‘মাস্ক পরার অভ্যেস, করোনা মুক্ত বাংলাদেশ’, ‘সবাই মিলে মাস্ক পরি, করোনা মুক্ত বাংলাদেশ গড়ি’, রাজশাহীর গোদাগাড়ীতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স উদ্যোগে করোনাভাইরাসের দ্বিতীয় ধাপ মোকাবিলায় মাস্ক বিতরণ হয়েছে।
শুক্রবার বেলা ১১ টায় গোদাগাড়ী উপজেলা সদর ফিরোজ চত্বরে জনসাধারণের মধ্যে সচেতনতার সৃষ্টির লক্ষ্যে মাস্ক বিতরণ করা।
এ সময় উপস্থিত ছিলেন গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স রাজশাহী এরিয়া ম্যানেজার অহাব আলী, পৌর সভার প্যানেল মেয়র শহিদুল ইসলাম, গোদাগাড়ী পৌরসভা ম্যানেজার শহিদুল ইসলামসহ কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে প্রায় ৫ শতাধিক সাধারণ মানুষকে মাস্ক দেয়া হয়।