প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জলবায়ু সম্মেলনের আমন্ত্রণ জানাতে এক দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত জন কেরি। ভারতের নয়াদিল্লি থেকে বিশেষ বিমানে সাড়ে এগারোটার দিকে জন কেরির শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান জন কেরি। বিমানবন্দরে জন কেরিকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন। আগামী ২২-২৩ এপ্রিল জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হবে।
সফরের শুরুতে সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন তিনি। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও বৈঠক হবে।
ঢাকা সফরে আলোচনায় জলবায়ু ইস্যুই প্রাধান্য পাবে। তবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয়েও আলোচনা হতে পারে। আলোচনায় আসতে পারে রোহিঙ্গা সঙ্কটের বিষয়টিও। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পক্ষ থেকে জলবায়ু সম্মেলনে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানাবেন জন কেরি। চারদিনের সফরে গত মঙ্গলবার দিল্লি আসেন জন কেরি।
মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর জো বাইডেন গত ২৭ জানুয়ারি ঘোষণা দিয়েছিলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় প্রধান অর্থনীতির দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়াতে তিনি একটি শীর্ষ সম্মেলনের আয়োজন করবেন। ২২ ও ২৩ এপ্রিল ভার্চ্যুয়ালি অনুষ্ঠেয় শীর্ষ সম্মেলনে বাংলাদেশ ছাড়াও রাশিয়া, চীন, জাপান, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ভারতসহ ৪০টি দেশের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে।