করোনা প্রাদুর্ভাব থেকে রক্ষা পেতে মাগুরা সাংবাদিকদের জন্য মাগুরা প্রেসক্লাবে একটি টু ইন ওয়ান থার্মাল স্ক্যানার প্রদান করেছেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর ।
শনিবার বিকালে মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান এই থার্মাল স্ক্যানার গ্রহণ করেন। পরে সেটি প্রেসক্লাবের মূল ফটকে স্থাপন করা হয়। এটি স্থাপনের ফলে সাংবাদিকদের শরীরের তাপমাত্রা নির্নয় ও হ্যান্ড স্যানিটাইজারের মাধ্যমে হাতকে জীবানূ মুক্ত করতে পারবেন।
সাইফুজ্জামান শিখর এমপি প্রেসক্লাব ছাড়াও জেলা প্রশাসকের কার্যালয়, জেলা পুলিশ সুপারের কার্যালয়, সদর হাসপাতাল, সদর উপজেলা পরিষদ, শ্রীপুর উপজেলা পরিষদ, জেলা পরিষদ কার্যালয়,জেলা আওয়ামীলীগের কার্যালয়, শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের কার্যালয়, শ্রীপুর থানাসহ শহরের বেশ কয়েকটি মসজিদে থার্মাল স্ক্যানার প্রদান করেছেন।