প্রতিটি উৎসবে আরটিভি মিউজিকের থাকে বিশেষ আয়োজন। এবার বৈশাখে থাকছে বর্তমান সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী দোলা’র গান- ‘কাঁচের চুড়ি’। ১২ এপ্রিল ২০২১ সোমবার সন্ধ্যা ৭টায় ইউটিউবে আরটিভি মিউজিক চ্যানেলে রিলিজ হবে গানটি। দোলা নিজেই গানটি লিখেছেন ও সুর করেছেন ।
সঙ্গীত পরিচালনা করেছেন আদিব কবির। এ প্রসঙ্গে দোলা বলেন- আরটিভি মিউজিক বাংলাদেশের জনপ্রিয় মিউজিক চ্যানেলগুলোর মাঝে অন্যতম। তারা সবসময় গানের প্রতি খুব যত্মশীল। বৈশাখ উপলক্ষ্যে আমার লেখা ও সুরে গানটি রিলিজ হচ্ছে জেনে আমি আনন্দিত।