ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় রবিবার ভোররাতে উপজেলার বাঘাডাঙ্গা গ্রাম থেকে ৮ বাংলাদেশী নাগরিককে আটক করেছে বিজিবি। আটককৃতদের বাড়ি ঝিনাইদহ, বাগেরহাট, যশোর ও খুলনা জেলার বিভিন্ন গ্রামে।
রবিবার দুপুরে বিজিবি পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে মহেশপুর উপজেলার সীমান্তবর্তী গ্রাম বাঘাডাঙ্গা দিয়ে কয়েকজন বাংলাদেশী অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছে।
এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪ নারী, ১ শিশু ও ১ পুরুষকে আটক করে। ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, বাংলাদেশীদের আটকের পর অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে গমনের চেষ্টা করা এবং অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে পারাপারে সহায়তা করার অপরাধে ৮ জনের নামে মহেশপুর থানায় মামলা করে তাদের থানায় সোপর্দ করা হয়েছে।