ঝিনাইদহ শহরের চুয়াডাঙ্গা বাসষ্ট্যান্ড এলাকায় প্লাস্টিক-পলিথিন বর্জ্য পুড়ানো উদ্বোধন করেন পৌর আওয়ামী লীগ এর সভাপতি জীবন কুমার বিশ্বাস। রোববার সকাল ১০ টায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা শ্রমিক লীগ সভাপতি আক্কাচ আলী, জেলা শ্রমিক লীগ সাধারণ সম্পাদক একরামুল হক লিকু, রিক্সা-ভ্যান শ্রমিক লীগ সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন, কাউন্সিলর তোফাজ্জেল হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে শ্রমিক সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে পলিথিন বর্জ্য একত্রীকরণ করে পুড়িয়ে দেওয়া হয়। দীর্ঘদিন ধরে পলিথিন বর্জ্যরে কারণে শহরের পরিবেশ দূষিত হচ্ছে।