বাগেরহাটের ফকিরহাটে ট্রাকের সঙ্গে ইট ভাঙার ট্রলির মুখোমূখি সংঘর্ষে বেল্লাল মোল্লা (২১) নামে ট্রলি চালক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ৩ শ্রমিক।
ট্রাকসহ চালককে আটক করেছে পুলিশ। রোববার সকালে খুলনা-বাগেরহাট মহাসড়কের ফকিরহাট উপজেলার লখপুর বাসস্ট্যান্ডের কাছে এই দূর্ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত বেল্লাল ওই ট্রলির চালক ছিলেন। তিনি খুলনার রুপসা উপজেলার রামনগর গ্রামের কালাম মোল্লার ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে বাগেরহাটের কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী হোসেন বলেন, রোববার সকাল নয়টার দিকে মোংলা থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি পন্যবাহি ট্রাক বাগেরহাট-খুলনা মহাসড়কের ফকিরহাট উপজেলার লখপুর এলাকার ভূষণ ডিজিটাল স্কেল লিঃ এ ওজন মাপার জন্য ঢোকার সময় বিপরীত দিক থেকে আসা অপর একটি ইঞ্জিন চালিত ইট ভাঙার ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রলি চালক বেল্লাল মোল্লা মারা যান।
এসময় ওই ট্রলিতে থাকা আরও ৩জন শ্রমিক আহত হন। হতাহতদের উদ্ধার করে স্থানীয় লোকজন ও পুলিশ। আহত শ্রমিককে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রাকসহ চালককে আটক করা হয়েছে।