নওগাঁর মান্দায় পুত্রবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে আব্দুর রহমান নামে এক ব্যক্তির বিরুদ্ধে। গত শুক্রবার রাত ১২টার দিকে উপজেলার ভারশোঁ ইউনিয়নের মহানগর নীচপাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী পুত্রবধূ শনিবার সন্ধ্যায় থানায় অভিযোগ করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুর রহমান একজন মাদকসেবী। তার মাদকসেবন করা নিয়ে পরিবারে প্রতিনিয়ত দ্বন্দ্ব- কলহ লেগেই ছিল । গত তিন মাস আগে সে তার স্ত্রীকে মারপিট করেন। এতে স্ত্রী অভিমান করে তার ছোট ছেলেকে নিয়ে পিতার বাড়িতে চলে যান। বাড়িতে আব্দুর রহমান, তার মা, বড় ছেলে ও ছেলের বউ থাকতো।
গত ছয়মাস আগে ছেলের বিয়ে হয়েছে। রাজমিস্ত্রীর কাজ করায় বেশির ভাগ সময় ছেলে বাড়ির বাইরে থাকেন। তবে সপ্তাহ পর পর বাড়ি আসতেন। ছেলে বাড়িতে না থাকার সুযোগে গত শুক্রবার রাত ১২টার দিকে শ্বশুর আব্দুর রহমান গোপনে দরজা খুলে পুত্রবধুর ঘরে প্রবেশ করে এবং তাকে ধর্ষণের চেষ্টা করেন।
এসময় ছেলের বউ চিৎকার দিলে হুমকি-ধামকি দিয়ে ঘর থেকে বেরিয়ে যায় আব্দুর রহমান। তাৎক্ষণিক গৃহবধু তার স্বামীকে মোবাইল ফোনে বিষয়টি জানালে তার স্বামী বাড়িতে আসে। পরদিন শনিবার সন্ধ্যায় গৃহবধূ তাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন। ঘটনার পর থেকে আব্দুর রহমান তার ছেলেকে অভিযোগ তুলে নিতে বিভিন্ন ভাবে হুমকি ধামকি দিচ্ছে হচ্ছে বলেও অভিযোগ উঠেছে।
এবিষয়ে মান্দা থানার পরিদর্শক শাহিনুর রহমান বলেন, গৃহবধূ বাদী হয়ে থানায় একটি অভিযোগ করেছেন। এখন এটি মামলার জন্য প্রক্রিয়াধীন রয়েছে।