করোনা ভাইরাসের প্রাদূভার্ব মোকাবেলায় বান্দরবানে সাংগ্রাই উৎসবের সকল অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। সোমবার (১২ এপ্রিল) সকালে বান্দরবান জেলা পরিষদের হলরুমে এক জরুরী সংবাদ সম্মলনের মাধ্যমে নব্বর্ষের সকল অনুষ্ঠান স্থগিত করার ঘোষনা প্রদান করেন বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা।
এসময় চেয়ারম্যান বলেন, সারা বিশ্বে এখন ২য় ধাপে করোনা ভাইরাস মহামারী আকার নিয়েছে, ইতিমধ্য বাংলাদেশেও এটা ভয়াবহ আকার নিচ্ছে। তাই দেশ ও জাতির স্বার্থে বান্দরবানে বাংলা নব্বর্ষের সকল অনুষ্ঠান কর্মসূচি স্থগিত করা হয়েছে।
চেয়ারম্যান আরো বলেন, নববর্ষ উপলক্ষে বান্দরবান জেলার ৪শ ১৮টি বৌদ্ধ বিহারে জেলা পরিষদের পক্ষ থেকে নব্বর্ষের শ্রদ্ধা দান হিসেবে পর্যাপ্ত পরিমান খাদ্য সামগ্রী প্রদান করা হবে।
তিনি বলেন, বান্দরবানে এই নব্বর্ষ উপলক্ষে ক্ষুদ্র নৃগোষ্টি সম্প্রদায় কয়েকদিন ব্যাপী নানান উৎসবের আয়োজন করে থাকে, কিন্তু এই বার করোনা ভাইরাস মোকাবেলায় সরকারি নিষেধাজ্ঞা থাকায় আমরা জেলার সকল বৌদ্ধ বিহারের সাথে কথা বলে এবারের সকল অনুষ্ঠান স্থগিত করছি।
সংবাদ সম্মেলনে বালাঘাটা কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত তেজপ্রিয় থের, রাজগুরু বৌদ্ধ বিহারের সাধারণ সম্পাদক কেএসমংসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।