হিন্দু সম্প্রদায়ের চড়ক পূজা উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা প্রায় শতাধিক মন্দিরে সোমবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। পূজা শুরু হবে মঙ্গলবার সূর্য উদয়ের পর থেকে। গৌধুলী লগ্নে অনুষ্ঠান সমাপ্তি হবে। চাকলাপাড়া, মাঝিপাড়া, ষাট বাড়িয়া, পোড়াহাটী, শৈলকুপা, কালীগঞ্জ, কোটচাঁদপুর, মহেশপুর, হরিণাকু-ু সহ শতাধিক স্থানে শিবব্রত অনুষ্ঠান, জল ঢালা, বিশেষ পূজা, প্রসাদ বিতরণ।
এছাড়া ভক্ত প্রশিক্ষণ, গীতা কোর্স ১৫ই এপ্রিল থেকে শহরের মদন মোহন মন্দিরে অনুষ্ঠিত হবে। প্রায় শতাধিক ভক্তবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে অনুষ্ঠানের একজন কর্মকর্তা শ্রী উৎপল সরকার জানিয়েছেন।