নীলফামারীর ডোমার থানা পুলিশের সহায়তায় হারিয়ে যাওয়া শিশু কাজল ফিরে পেলো তার বাবা ও মাকে। ডোমার থানার সাধারণ ডায়রী সুত্রে জানা যায়, নীলফামারী সদর থানার ইটাখোলা ইউনিয়নের পশ্চিম পাড়া গ্রামের ফিরোজুল ইসলামের ছেলে কাজল (০৯) গত ৮ এপ্রিল সকাল ১০টায় নিজ এলাকা থেকে হারিয়ে যায়।
গত ১০ এপ্রিল দুপুরে শিশুটি ডোমার প্রশিকার মোড় এলাকায় কাঁদতে থাকে। শিশুটি তার বাবা মার নাম ঠিকানা ঠিকমতো বলতে পারে না। এ সময় ডোমার থানার এসআই ছাইফুল ইসলাম শিশুটিকে উদ্ধার করে অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমানের কাছে হস্তান্তর করেন। তিনি তাৎক্ষনিক ভাবে ডোমার থানার নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধি সার্ভিস ডেস্কেরে এসআই শাহানাজ পারভীন ও এএসআই জেসমিন আক্তারকে দায়ীত্ব দিলে তারা সারা বাংলাদেশের সকল থানায় শিশুটির ছবিসহ বার্তা প্রেরণ করেন।
সেই মোতাবেক নীলফামারী সদর থানার মাধ্যমে শিশুটির বাবা ও মা সংবাদ পেয়ে ১০ এপ্রিল দুপুরে ডোমার থানায় উপস্থিত হয়ে তাদের সন্তানকে সনাক্ত করে। ডোমার থানার জিডি নং- ৩৬০ মূলে অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান উদ্ধারকৃত শিশু কাজলকে তার পিতা ফিরোজুল ইসলাম ও মাতা কাজলি বেগমের হাতে তুলেদেন। শিশুটি তার বাবা মাকে ফিরে পেয়ে আনন্দে আতœহারা হয়ে পড়ে। নিখোঁজ সন্তানকে ফিরে পেয়ে ডোমার থানা পুলিশের প্রতি কৃতজ্ঞা প্রকাশ করেন শিশুটির পরিবার।