বাগেরহাটের ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর রমমান পুনরায় করোনা আক্রান্ত হয়েছেন। উপজেলা স্বাস্থ্য বিভাগ জানান, গত রবিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর রহমানের নমুনা (এন্টিজেন) পরিক্ষা করে তার দেহে পুনরায় কোভিট-১৯ সনাক্তের রিপোর্ট দেন।
বিষয়টি নিশ্চিত করেছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অসিম কুমার সমাদ্দার। উল্লেখ্য গত বছরের ১০ অগষ্ট প্রথম ধাপে তানভীরের করোনা সনাক্ত হয়েছিল। চিকিৎসা নিয়ে সুস্থ্য হওয়ার পর প্রথম ধাপে উপজেলা স্বাস্থ্য কম্পলেক্স থেকে করোনার টিকা নিয়েছিলেন তিনি। তাতেও রক্ষা হলোনা। পুানরায় করোনা আক্রান্ত হয়ে তিনি চিকিৎসাধিক অবস্থায় আছেন।