বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে গাবতলী উপজেলা-পৌর যুবদলের উদ্যোগে গতকাল সোমবার বাদযোহর জয়ভোগা পূর্বপাড়া জামে মসজিদ ও স্থানীয় দাখিল মাদ্রাসা মাঠে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মোনাজাতে অংশ নেন গাবতলী থানা যুবদলের আহবায়ক আরিফুর রহমান মজনু, সিনিয়র যুগ্ম আহবায়ক রুহুল হাসান রুহিন, পৌর যুবদলের আহবায়ক কাউন্সিলর হারুন অর রশিদ হারুন, সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল লতিফ, যুবদল নেতা সোহাগ, মতি, মহব্বত, মিনহাজ, স¤্রাট, জাহিদুল, টপি, মোস্তা, নুর, আশরাফুল, সুমন, বাবু, মহিদুল, পোটল, মমিন, হাসানুর, রেজাউল, মানিক, বেলাল, কামরুল, আরমান, বাদল, জলিল, মালেক, নুরআলম, লতিফ, মামুন, এনামুল, মোক্তাদির, ইসমাইল, রোকন, মুরাদ, হাসানুর, বাশার, হান্নান, আলিম, টিটু, কামরুল, বিষু, পোটল, রাশেদ, গোলজার, মুকুল, সাইফুল, মতিন, আলিম, ইউনুছ, হিটলু, মিঠু, মানিক, ঠান্ডু, আনজু, রতন, রাব্বী, বাদল, রঞ্জু, আরমান, সুজন, শহিদুল, শাহআলম, কাদের, মিল্লাত, এরশাদ, সোহাগ, সুলতান, ছাত্রদল নেতা এমআর হাসান পলাশ, মোহন ও মাসুদ প্রমূখ।