সুনামগঞ্জে আন্তঃ ডাকাত দলের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ডাকাতের নাম- অজুদ মিয়া (২৬)। সে জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের ঘোড়াডুম্বুর গ্রামের আব্দুল রহমানের ছেলে।
আজ সোমবার (১২ এপ্রিল) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাঘারে পাঠানো হয়েছে। এরআগে গতকাল রবিবার (১১ এপ্রিল) রাত ১২টায় ডাকাতির প্রস্তুতিকালে জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের ঘোড়াডুম্বুর এলাকায় অভিযান চালিয়ে আন্তঃ ডাকাত দলে সক্রিয় সদস্য অজুদ মিয়াকে গ্রেফতার করে পুলিশ।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি কাজী মুক্তাদির হোসেন এঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন- গ্রেফতারকৃত ডাকাত সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে।