মাগুরা – ঢাকা মহাসড়কের রামনগর ঠাকুরসবাড়ি নামক স্থানে শফিকুল ইমলাম (৩৫)সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে শফিকুল মাগুরা পৌর এলাকার পারস্ন্দুয়ালী গ্রামের মকলেস বিশ্বাসের ছেলে।
মঙ্গলবার রাত ৯ টার দিকে স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি শফিকুল মোটর সাইকেল যোগে বাড়ী আমার পথে মাগুরা সদর উপজেলার রামনগর ঠাকুরবাড়ি এলাকায় দ্রুতগামী ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
রামনগর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দ্রুতগামী ট্রাকটি পালিয়ে গেছে তবে শনাক্ত করার চেষ্টাকরা হচ্ছে।