সারা দেশের মতো কলাপাড়ায় চলছে লকডাউন করোনা সংক্রমনের দ্বিতীয় ঢেউ মোকাবেলার প্রথম দিনে ব্যাবসা প্রতিষ্ঠান খোলা রাখার দায়ে (৩) ব্যবসাযীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরের দিকে লকডাউন অমান্য করে প্রতিষ্ঠান খোলা রাখার দায়ে মোবাইল ব্যাবসায়ী টিংকু মুখার্জিকে পাঁচ হাজার টাকা, মোখছেদুল এবং অলিউল্লাকে এক হাজার করে মোট সাত হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জগৎবন্ধু মন্ডল।
স্থানীয় সুত্রে জানা যায়, বুধবার সকাল থেকেই কলাপাড়ার বিভিন্ন শপিং মল বন্ধ রয়েছে পাশাপাশি বাজার মুখী লোকজনের সংখ্যাও অনেক কম। সকলেই ঘরে থেকে বাড়ীতে খেকে নিরাপদে অবস্থান করছেন। বিভিন্ন গুরুত্বপূর্ন স্থানে পুলিশ চেকপোস্ট বসিয়ে বাজারমুখী মানুষ এবং যানবাহনের গতিরোধ করে বাড়ী ফিরে যেতে বাধ্য করছেন। তবে এখনও বেশিরভাগ কাঁচা বাজারসহ মাছ বাজার উম্মুক্তস্থানে স্থানান্তরিত না করায় এসব বাজারে স্বাস্থ্যবিধি উপেক্ষিত হচ্ছে চরমভাবে। এছাড়া কল-কারখানাগুলোতেও সঠিকভাবে মানা হচ্ছেনা স্বাস্থ্যবিধি।
অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান এ প্রতিবেদককে জানান, পুলিশ লকাডাউনে শহরের বিভিন্ন সড়কে অবস্থান করছে। কুয়াকাটা-কলাপাড়া মহাসড়ক ও বাস স্টেশনের বিভিন্ন পয়েন্টে পয়েন্টে পুলিশ টহল অব্যাহত রয়েছে। যাতে যানবাহন ও লোকজন চলাফেরা করতে না পারে।
উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জগৎবন্ধু মন্ডল গনমাধ্যমকে বলেন, আইন অমান্য করায় ৩ জনকে জরিমানা করা হয়েছে এবং এ অভিযান অব্যাহত থাকবে তিনি আরও জানান।