মহামারি করোনা বৈশাখের আনন্দ কেড়ে নিল। ছোট বড় ব্যবসায়ীগণ ব্যাংক থেকে ঋণ নিয়ে বেশী করে পণ্য তুলেছিল দোকানে তাদের সব আশা ধুলিসৎ করেছিল করোনা।
বাজারে পণ্য সব থেকে বেশী বিক্রয় হয় বৈশাখে। বৈশাখী উৎসব ঘিরে আর্থিক লেনদেন স্বাভাবিক সময়ের চেয়ে কয়েকগুণ বেশী বৃদ্ধি পায়। ঈদ ও পূজার পর এলাকার মানুষ বড় উৎসব পালন করে এ মাসে। কসমেটিক্স, জুতা, কাপড়, ফুল, মিষ্টি প্রচুর বিক্রয় হয়ে থাকে। শহরে বর্ষবরণে ইলিশ কেনার প্রতিযোগিতা হয়। পান্তা ইলিশ খেয়ে দিন শুরু হয়।
এ দিনে লকডাউন হওয়ায় যানবাহন চলেনি, দোকান পাট খোলেনি কিছু কাঁচা বাজার খোলা ছিল। অল্প পরিসরে রিক্সা, ভ্যান, ইজি বাইক চলেছে, স্বাস্থ্য বিধি মানতে, মানুষকে সচেতন করতে প্রশাসনের ভ্রাম্যমান আদালত কাজ করেছে।