১৪ এপ্রিল পহেলা বৈশাখ উপলক্ষে সরকারি ছুটির দিন হওয়ায় টিকাদান কর্মসূচি বন্ধ থাকলেও রাজধানীর বুথগুলোতে চলছে করোনা পরীক্ষা। কঠোর লকডাউনের মধ্যেও কেউ হেঁটে, কেউ রিকশায় করে আসছেন করোনা পরীক্ষা করাতে।
এদিকে, সংক্রমণ বাড়ায় রোগীর চাপ সামলাতে হিমসিম খাচ্ছে রাজধানীর হাসপাতালগুলো।
অন্যান্য দিনের তুলনায় কম হলেও রাজধানীর করোনা পরীক্ষার বুথগুলোতে দেখা গেছে পরীক্ষা করাতে যাওয়া মানুষের ভিড়। শরীরে নানা উপসর্গ দেখা দেয়ায় কঠোর লকডাউনের মধ্যেও পরীক্ষা করাতে গেছেন তারা।
লকডাউনের কারণে আসার পথে পুলিশি জবাবদিহির মুখোমুখি হতে হয়েছে বলে জানালেন টেস্ট করাতে যাওয়া মানুষেরা। এদিকে, রাজধানীর হাসপাতালগুলোতে বরাবরের মতোই রোগীর উপচে পড়া ভিড়। একের পর এক হাসপাতাল ঘুরেও শয্যা পাচ্ছেন না অনেকে। এদিকে করোনা নিয়ন্ত্রণ করতে সবাইকে পরিপূর্ণভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।