নওগাঁর মান্দায় ১১ কেজি গাঁজাও পাঁচটি মোবাইল ফোনসহ ২ জনকে আটক করেছেন র্যাব-৫। গোপন খবরের ভিত্তিতে বুধবার ভোর ৪টায় মান্দা উপজেলার মৈনম ইউনিয়নের বর্দ্দপুর গ্রামের দীঘির মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন নওগাঁর মহাদেবপুরের গোয়ালবাড়ী গ্রামের আবদুস ছাত্তারের মেয়ে সুফিয়া খাতুন (৩৭)এবং বগুড়ার গাবতলীর সোনারপাড়া এলাকার আবদুস সবুরের ছেলে মশিউর রহমান (৩০)।
রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি অপারেশন দল মান্দার বদ্দপুর দীঘির মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করতে সক্ষম হয়েছেন। পরে তাদের মান্দা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
মান্দা থানার পরিদর্শক শাহিনুর রহমন শাহিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে আসামীরা থানা হাজতে রয়েছে। আগামী কাল বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে তাদের নওগাঁ জেলহাজতে পাঠানো হবে।