পবিত্র রমজান মাসের প্রথম দিন আজ। ধর্মপ্রাণ মুসল্লিরা আজ প্রথম রোজা রেখেছেন। প্রথম রোজায় আজ ঢাকায় ইফতারের সময় ৬টা ২৩ মিনিট।
এর আগে বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির রমজানের চাঁদ দেখার বিষয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন, ‘বাংলাদেশের আকাশে চাঁদ দেখা গেছে, বুধবার থেকে রোজা শুরু।
আকাশে রমজানের চাঁদ দেখা যাওয়ায় এশার নামাজের পর মসজিদে মসজিদে তারাবির নামাজ আদায় হয়। ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে মসজিদে তারাবিতে অংশ নেন নির্দিষ্ট সংখ্যক মানুষ। রোজা রাখার উদ্দেশ্যে শেষরাতে সেহরি খান ধর্মপ্রাণ মুসলমনারা। ইবাদত-জিকিরে আল্লাহর সন্তুষ্টি লাভের চেষ্টায় মাসজুড়ে চলবে সিয়াম সাধনা।
এদিকে ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব মো. সাখাওয়াৎ হোসেন স্বাক্ষরিত সোমবার জারিকৃত নির্দেশনায় বলা হয়, করোনা পরিস্থিতিতে সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজের প্রতি ওয়াক্তে সর্বোচ্চ ২০ জন মুসল্লি অংশ নিতে পারবেন।
রমজানে তারাবির নামাজে খতিব, ইমাম, হাফেজ, মুয়াজ্জিন ও খাদিমসহ সর্বোচ্চ ২০ জন মুসল্লি অংশগ্রহণ করবেন। জুমার নামাজে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে মুসল্লিরা অংশ নেবেন। মুসল্লিদের পবিত্র রমজানে তিলাওয়াত ও যিকিরের মাধ্যমে মহান আল্লাহর রহমত ও বিপদ মুক্তির জন্য দোয়া করার অনুরোধ জানানো হয়েছে।