লকডাউনের মধ্যেই রাজধানীতে চলছে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজের টিকাদান কর্মসূচি ও নমুনা পরীক্ষা। বৃহস্পতিবার সকাল থেকেই করোনা পরীক্ষার বুথগুলোতে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা গেছে পরীক্ষা করতে যাওয়া মানুষদের।
তবে হাসপাতালে বা নমুনা পরীক্ষা করতে যাওয়ার সময় পথে পুলিশের জবাবদিহির মুখে পড়তে হয়েছে বলে জানিয়েছেন তারা। লকডাউনের কারণে হাসপাতালে রোগীর সংখ্যা কিছুটা কমলেও এখনো চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো।
এদিকে, বিভিন্ন হাসপাতাল ঘুরেও শয্যা পাচ্ছেন না অনেকেই। রাজধানীর বেশিরভাগ হাসপাতালেই শয্যার চেয়ে রোগীর সংখ্যা বেশি। ফাঁকা নেই আইসিইউ, অক্সিজেন সঙ্কটও রয়েছে আগের মতোই।
গত ৮ এপ্রিল দেশে করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ প্রদান কার্যক্রম শুরু হয়েছে।
এর আগে গত ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে করোনা টিকা কার্যক্রম উদ্বোধন করেন। প্রধানমন্ত্রীর উদ্বোধনের সঙ্গে সঙ্গে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঁচজনকে টিকা দেয়া হয়। এদিন দেশের প্রথম ব্যক্তি হিসেবে করোনার টিকা নেন সেবিকা রুনু।
তিনি ছাড়াও ওইদিন টিকা নেন- চিকিৎসক আহমেদ লুৎফুল মোবেন, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা, ট্রাফিক পুলিশের মতিঝিল বিভাগের কর্মকর্তা দিদারুল ইসলাম ও ব্রিগেডিয়ার জেনারেল এম ইমরান হামিদ।