দিনাজপুর জেলার বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন বিরামপুর উপজেলার কৃতি সন্তান বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ মোঃ শাহারিয়ার ফেরদৌস হিমেল।
বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অডিটোরিয়ামে বিদায়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সোলায়মান হোসেন মেহেদীর ঢাকায় স্বাস্থ্য অধিদফতরে পদায়নজনিত কারণে বদলি হওয়ায় সংবর্ধনা অনুষ্ঠান শেষে আনুষ্ঠানিক ভাবে ডাঃ মোঃ শাহারিয়ার ফেরদৌস হিমেল এর নিকট দায়িত্বভার অর্পণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ শোভন, মেডিকেল অফিসার ডাঃ মুহতারিমা নূর-ই-হাসীন সিফাত, ডাঃ মোঃ আবুল কাসেম, ডাঃ মোঃ সাব্বির ইবনে মঞ্জুর, ডাঃ জুলেখা হাসান, ডাঃ পূজা সাহা, সহকারী মেডিকেল অফিসারগণ, স্যানিটারি ইন্সপেক্টর ইসমাইল হোসেন, প্যাথলজিস্ট (এমটি ল্যাব) ইয়াসিন আলী, মেডিকেল টেকনিশিয়ান (ইপিআই) মাসুদ রানা, হাসপাতালে কর্মরত নার্সগণসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী প্রমুখ।
নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ শাহরিয়ার ফেরদৌস হিমেল বলেন, আমার উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য সঠিক ভাবে পালন করতে সচেষ্ট থাকব। সেই সাথে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেকে একটি আধুনিক ও মডেল হাসপাতালে পরিণত করতে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।
উল্লেখ্য, ডাঃ শাহারিয়ার ফেরদৌস হিমেল ৩৯-তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ২০১৯ইং সালের ১২ডিসেম্বর বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার (সহকারী সার্জন) হিসাবে যোগদান করেন।