গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পশ্চিম খোলাপাড়া এলাকায় সাবেক শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে বসত-বাড়িতে হামলা, ভাংচুর ও লুট করার অভিযোগ পাওয়া গেছে। তাদের হামলায় এক কিশোর আহত হন। এ ঘটনায় শুক্রবার কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
আহত কিশোর হলেন, কালিয়াকৈর উপজেলার পশ্চিম খোলাপাড়া এলাকার নাহিদ হাসান (১৫)।
এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, গত ১০ বছর আগে কালিয়াকৈর উপজেলার পশ্চিম খোলাপাড়া এলাকার সাইজুদ্দিনের ছেলে আমিনুল ইসলামের সঙ্গে পারিবারিকভাবে একই এলাকার আঃ সাইদের মেয়ে সেলিনা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রী দুজনের মধ্যে পারিবারিক কলোহ চলে আসছিল। অবশেষে গত মাসের ৮ তারিখে স্বামী-স্ত্রী দুজনের বিভোর্স হয়।
ওই ডিভোর্সের মাসখানেক পর গত ৮ এপ্রিল সন্ধ্যায় সাবেক স্ত্রী সেলিনা ও তার বাবা সাইদ, মা মমতাজ, দুলাভাই আব্দুল মান্নানসহ ৮-৯ লোক দা, সাবল, লাঠি-সোটা নিয়ে সাবেক স্বামী আমিনুলের বাড়িতে হামলা চালায়। এসময় কাউকে না পেয়ে আমিনুলের ঘরের দরজা ও টিনের ভেড়া ভাংচুর করে। পরে আমিনুলের ভাতিজা তাদের বাধা দিতে গেলে তারা তাকেও মারধর করে। এসময় আমিনুলের বড় ভাই শাহিন আলমের বারান্দার গেইটের তালা ও ঘরের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। ঘরের ভিতরে ঢুকে সুকেজ ভেঙ্গে ৭০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।
ক্ষতিগ্রস্থ শাহিন আলম বলেন, বাড়িতে কেউ না থাকার সুযোগে তারা হামলা চালিয়ে আমার বসত-ঘর ও ছোট ভাইয়ের ঘর ভাংচুর করে। এসময় বাধা দিলে তারা আমার ছেলে নাহিদকে মারধর করে। পরে তারা আমার ঘরের ভিতরে ঢুকে সুকেজ ভেঙ্গে ৭০ হাজার টাকা লুট করে। এছাড়া ভাংচুরে প্রায় লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য আয়নাল হক জানান, তাদের স্বামী-স্ত্রীর ডিভোর্স হওয়ার পর সেলিনা আক্তার তার লোকজন নিয়ে সাবেক স্বামী আমিনুলের বাড়িতে আসে। পরে টিভি, খাট, গ্যাসের চুলা, বোতল নিজের দাবী করে তারা এ ঘটনাটি ঘটিয়েছে।
কালিয়াকৈর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) খোকন মিয়া জানান, এ ঘটনায় একটি অভিযোগ পেয়ে ঘটনাস্থলে তদন্ত করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।