রমযান মাস উপলক্ষ্যে ঝিনাইদহে টিসিবির পণ্য বিক্রয় শুরু হয়েছে। শহরের বিভিন্ন স্থান টিসিবির পণ্য ক্রয় করতে ক্রেতাদের দীর্ঘ লাইন দেখা যায়। করোনা ভাইরাস প্রতিরোধে কঠোর লকডাউনের মধ্যে টিসিবির পণ্য কিনতে ক্রেতারা ভীড় সৃষ্টি করেছে। এতে স্বাস্থ্যবিধি উপেক্ষিত হচ্ছে। লকডাউন-এ আয়ে ভাটা পড়েছে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষদের।
টিসিবির স্বল্পমূল্যের পণ্যের দিকেই ঝুঁকছে মানুষ। রমজানে বেড়েছে তেল ও চিনির চাহিদা। এছাড়াও চাহিদা রয়েছে ছোলা ও খেজুরেও। তবে দ্বিতীয় ধাপে রমজানের পণ্যের দাম কিছুটা বাড়িয়েছে টিসিবি। এতে প্রতি কেজি তেলের দাম ১০ টাকা বেড়ে ১০০ টাকা হয়েছে। ডাল, চিনির দাম আগের থেকে ৫ টাকা বাড়ানো হয়েছে। প্রতি কেজি ছোলার দাম ৫৫ টাকা ও খেজুরের দাম ৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।