করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বৃদ্ধি ও ২য় ঢেউ মোকাবেলায় জয়পুরহাটে স্বাস্থ্য বিভাগ, প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে সমন্বয় সভা করেছেন জাতীয় সংসদের হুইপ ও কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন।
রবিবার বেলা ১২ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সমন্বয় সভায় জেলা প্রশাসক শরীফুল ইসলাম, পুলিশ সুপার মাসুম আহাম্মদ ভূঞা, জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, সিভিল সার্জন ডাঃ মোঃ ওয়াজেদ আলী সহ জেলার সকল পৌর মেয়র, উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।
সভায় চলমান লকডাউনে জনসাধারণকে সরকারী নির্দেশনা মানাতে বিভিন্ন পদক্ষে গ্রহণ, করোনায় আক্রান্ত ব্যাক্তিদের নির্ধারিত স্থানে কোয়ারেন্টাইন ও আইসেলেশন ব্যবস্থা, করোনা কালীন কর্মহীনদের সরকারী ও বেসরকারী সহায়তা প্রদান সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়।