রাজবাজী জেলার বালিয়াকান্দি উপজেলার জঙ্গল বাজারে অপরিচিত এক যুবকের মৃত্যু।এবিষয়ে জঙ্গল বাজার কমিটি ও এলাকাবাসী জানান, বেশ কিছুদিন ধরে অসুস্থ একটি মধ্য বয়সী ছেলেকে বাজারদেখা যাচ্ছিল। সে কথা বলতে পারেনা, তবে নামটা কোন রকম বলে হাফিজুর রহমান।
আর পিতার নাম শহীদুল এর চেয়ে বেশি কিছু বলতে পারেনা। যদি কেউ তার পরিবারের সন্ধান পান বা স্বজনদের জানিয়ে দিন। সে ফিরতে চায় পরিবারের কাছে। ইতিমধ্যে এলাকার অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিসহ পোষ্ট দিয়ে অনুরোধ করেছেন। তবে পরিচয় পাবার আগেই রবিবার (১৮ এপ্রিল) বিকাল সাড়ে ৩টার দিকে মারা গেছে।
জঙ্গল বাজারের ব্যবসায়ী জাহিদুর রহিম বলেন, বেশ কিছুদিন ধরে জঙ্গল বাজারে অসুস্থ অবস্থায় ছিল। তাকে আমরা ব্যবসায়ীরা খাবার দিতাম। রবিবার বিকালে সে মারা গেছে। তবে সে নিজের নাম আর বাবার নাম ছাড়া কিছু বলতে পারতো না। তার সন্ধান চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট দেওয়া হলেও কোন সাড়া মেলেনি।