মাগুরায় পুলিশের বিশেষ শাখায় কর্মরত এসআই সালাউদ্দিন নড়াইলের লোহাগড়ার বাতাসি গ্রামে পারিবারিক কলোহে আপন ভায়ের হাতে খুন হয়েছেন।
নড়াইলের লোহাগড়া উপজেলায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই মোহাম্মদ সালাউদ্দিন (৪৩) নিহত হয়েছে।
নিহত মোহাম্মদ সালাউদ্দিন মাগুরায় ডিএসবি শাখায় কর্মরত ছিলেন। সে লোহাগড়া শালনগর ইউনিয়ন এর বাতাসি এলাকার হাজী মোহাম্মদ মান্নান মিয়ার ছেলে। পারিবারিক ও পুলিশ সুত্রে জানা যায়, রবিবার দুপুরের দিকে লোহাগড়ার বাতাসী গ্রামের মান্নান শেখের বড় ছেলে মোঃ সালাউদ্দিন শেখ (৪৫) ও ছোট ছেলে জসিম উদ্দিন (মধ্যে জমি ভাগাভাগি নিয়ে কথা কাটাকাটির এক পযায় ছোট ভাই জসিম উদ্দিন শেখ শাবল দিয়ে বড়ভাই সালাউদ্দিনের মাথায় আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়ে তারপর তার নাকে মুখে আঘাত করতে থাকলে মেঝ ভাই গিয়াসউদ্দিন (৪০) ঠেকাতে আসলে সেও আহত হয়।