গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মেদীআশুলাই, নামাশুলাই, খালপাড়, গর্জনখালী, আষাড়িয়াবাড়ি গ্রামের মাঝখানে মেদীআশুলাই নামে একটি চকে কয়েকদিন ধরে বেকু দিয়ে আধা পাকা ধান নষ্ট করে একটি রাস্তার উন্নয়ন কাজ চলছে। ওই চকের মাঝ দিয়ে বয়ে গেছে মেদীআশুলাই-নামাশুলাই সড়ক।
সম্প্রতি ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের বরাদ্ধে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন দপ্তরের তদারকিতে ওই সড়কের উন্নয়ন কাজ চলছে। এ কারণে দু-পাশের আধা পাকা ধান বেকু দিয়ে নষ্ট করে ওই সড়কে মাটি ভরাট করে প্রশস্ত করা হচ্ছে। এতে মেদীআশুলাই, নামাশুলাই ও খালপাড় গ্রামের কৃষকদের কয়েকশ মণ ধান নষ্ট হবে।
মঙ্গলবার দুপুরে আধা পাকা ধান নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির হন তিন গ্রামের কৃষকরা। এ সময় তারা ক্ষোভ প্রকাশ করেন এবং ব্যাপক ক্ষতির হাত থেকে বাঁচতে ওই কর্মকর্তার কাছে কয়েকদিন পর রাস্তার কাজ করার জন্য আবেদন করেন কৃষকরা।