ময়মনসিংহে র্যাবের অভিযানে এক মানব প্রাচারকারীকে আটক করা হয়েছে। তারা নাম শাহজাহান মিয়া। রবিবার রাতে ঈশ্বরগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাবের কোম্পারী কোমান্ডার আখের মুহম্মদ জয় জানান, র্যাবের এএসপি তাসলিম হুসাইনের নেতৃত্বে একটি বিশেষ দল রবিবার ঈশ্বরগঞ্জের রহমতগঞ্জ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে মানব পাচারাকারী চক্রের অন্যতম সদস্য শাহজাহান মিয়াকে আটক করা হয়েছে। সে দত্তপাড়ার (৩২), আঃ জলিল মন্ডলের ছেলে। তিনি আরো জানান,আটককৃত শাহজাহান মিয়ার হেফাজত থেকে আলামত হিসাবে চারটি নিয়োগপত্র, বিমানের ৪টি জাল টিকিট, ৮টি জাল ভিসা উদ্ধার করা হয়েছে।
আটক মানব পাচারকারীর বরাত দিয়ে তিনি আরো বলেন, প্রাথমিকভাবে জানা যায় সে মানব পাচারকারী দলের সক্রিয় সদস্য। গ্রামের সাধারণ মানুষদেরকে বিদেশে পাঠানোর জন্য প্রতারণামূলকভাবে জাল জালিয়াতি করে ভূয়া, জাল ভিসা তৈরি করে বিভিন্ন দেশে পাচার করে অর্থ আত্মসাৎ করে। এব্যাপারে মোঃ রুবেল মিয়া বাদী হয়ে নেত্রকোনা জেলার পুর্বধলা থানা মামলা দায়ের করা হয়।