কুমিল্লার হোমনায় সরকার নির্দেশিত লকডাউন চলাকালে আইন অমান্য করে নির্ধারিত সময়ের পরে দোকান খোলা রাখা, স্বাস্থ্যবিধি না মানা এবং অহেতুক মোটরসাইকেল নিয়ে বাইরে বের হওয়ার অপরাধে ৭ জনকে অর্থদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেলে উপজেলার মধ্যকান্দি এবং ঘারমোড়া বাজারে ভ্রাম্যামাণ আদালতের এ অভিযান পরিচালিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমন দে পুলিশের সহায়তায় ওই অভিযান পরিচালনা করেন। এ অভিযানে ৭ টি মামলায় ৫ হাজার ৭শ’ টাকা অর্থদন্ড দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও রুমন দে বলেন, নির্দেশিত লকডাউন কার্যকরের লক্ষ্যে ভ্রাম্যামাণ আদালতের অভিযানে ৭টি মামলায় ৫হাজার ৭শ টাকা অর্থদ- দেওয়া হয়েছে।