পাকিস্তানের কোয়েটার একটি বিলাসবহুল হোটেলে বোমা হামলায় অন্তত চারজন নিহত হয়েছে। আহত হয়েছে বারোজন। ধারণা করা হচ্ছে চীনা কূটনীতিক নোং রং কে হত্যার উদ্দেশে এ হামলা করা হয়। হামলার দায় স্বীকার করেছে তালেবান।
সামাজিক যোগাযোগ মাধ্যমের ফুটেজে দেখা যায় কোয়েটা শহরের সেরেনা হোটেলের কার পারকিং আগুনে জ্বলছে। হামলার সময় চীনা কূটনীতিক হোটেলে ছিলেন না বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রাশিদ আহমেদ।
সাম্প্রতিক সময়ে তালেবান সহ আরো কিছু জঙ্গি সংগঠন আফগান সীমান্তবর্তী বেলুচিস্তান প্রদেশে হামলা চালাচ্ছে। ধারনা করা হচ্ছে পাকিস্তানের মূল ভূখণ্ড থেকে আলাদা হওয়া এবং ওই এলাকায় চীনা প্রকল্পে বাঁধা দেয়াই হামলার মূল লক্ষ্য।