নীলফামারীর জলঢাকায় রাস্তাসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প কাজের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য মেজর (অব:) রানা মোহাম্মদ সোহেল।
শুক্রবার দুপুরে পৌরশহরের রাজারহাট হতে দক্ষিণ দেশীবাই সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত ৬৭ লক্ষ ৬৫ হাজার ৪৪৪ টাকা ব্যয়ে টাকা ব্যয়ে চেইনেজ (৫০০ থেকে ১০৪৫ মিঃ) এ নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। স্থানীয় প্রকৌশল অধিদপ্তর সুত্রে জানা যায়, ৬৭ লক্ষ ৬৫ হাজার ৪৪৪ টাকা ব্যয়ে এলজিইডি’র অধিনে বাস্তবায়ন হবে রাস্তাটি। এর আগে রাস্তা নির্মান কাজের উদ্বোধন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বীর মুক্তিযোদ্ধা বাবু অনিল কুমার রায়ের সভাপতিত্ত্বে এসময় এমপি রানা মোহাম্মদ সোহেল বলেন, করোকালীন সময়ও সরকার ঘোষিত উন্নয়ন থেমে নেই। তিনি বর্তমান মহামারি থেকে রক্ষা পেতে সরকারের নির্দেশনা স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ দেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান, পৌরসভার মেয়র ইলিয়াস হোসেন বাবলু, উপজেলা প্রকৌশলী আব্দুর রউফ, কেন্দ্রীয় জাপা নেতা সাইদার রহমান বুলু, জাতীয় পার্টির সদস্য সচিব অধ্যাপক মমিনুল ইসলাম মঞ্জু ও সাবেক সভাপতি দবির হুদা এবং ঠিকাদারী প্রতিষ্ঠানের এফএফএম মেহেদী হাসানের পক্ষে শরিফুল ইসলাম সবুজ নীলফামারী।