জয়পুরহাটের আক্কলপুর উপজেলার জামালগঞ্জ ঠাটারিপাড়া এলাকায় একটি বাগান থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার সকাল সাড়ে দশটায় উপজেলার রুকিন্দীপুর ঠাঠারি পাড়া গ্রামের ফসলি মাঠের সাহাপুর গ্রামের ওয়াজেদ আলীর ইউক্যালিপটাস গাছের বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশের পাশে তিনটি বিষের বোতল, শার্টের পকেটে থাকা নগদ টাকা পাওয়া গেছে। এটি হত্যা নাকি আতœহত্যা সেটি নিশ্চিত করতে পারেনি পুলিশ।
স্থানীয় বাসিন্দারা জানান, শুক্রবার সকালে ফসলি মাঠে কাজ করতে গিয়ে একজন ব্যক্তি ওয়াজেদ আলীর ইউক্যালিপটাস গাছের বাগানে প্রায় পঞ্চাশ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশেরা ঘটনাস্থলে আসেন। তাঁরা থানা পুলিশকে খবর দেন। সকাল সাড়ে দশটায় পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়।
গ্রাম পুলিশ আবু বক্কর বলেন, মৃতব্যক্তির গলায় কাঁঠের মালা পরা রয়েছে। একারণে মৃত ব্যক্তি হিন্দুধর্মালম্বী বলে ধারণা করা হচ্ছে। মৃতব্যক্তিকে কেউ চিনতে পারেনি।
আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমান বলেন, লাশের পাশে মার্শাল নামে তিনটি বিষের বোতল, শার্টের পকেটে নগদ দুই হাজার ৯১০ টাকা পাওয়া গেছে। এটি আতœহত্যা নাকি হত্যা সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়না তদন্ত শেষে জানা যাবে মৃত্যু রহস্য।