কুমিল্লার হোমনায় একাধিক মাদক মামলার আসামি চিহ্নিত মাদক ব্যবসায়ী বিল্লালকে (৩৫) আটক করেছে পুলিশ। উপজেলা বাসস্ট্যান্ড থেকে শুক্রবার ভোরে তাকে আটক করা হয়।
থানা সূত্রে জানা যায়, সেখানের নির্জন স্থানে পরিত্যক্ত একটি বাসের ভেতরে একশ পিস ইয়াবা নিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে বসেছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের নৈশকালীন টহল টিম তাকে আটক করেন। তার বিরুদ্ধে ১১টি মাদক মামলা রয়েছে। সে উপজেলা সদরের পশ্চিম পাড়ার মৃত বাচ্চু মিয়ার ছেলে।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ জানান, বিল্লাল উপজেলা বাসস্ট্যান্ডের নির্জন স্থানে পরিত্যক্ত একটি বাসের ভেতরে ইয়াবা নিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিল।
মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার ভোর তিনটায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোতাব্বিরসহ পুলিশের নৈশকালীন টহল টিম সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করেন।
তার বিরুদ্ধে ১১টি মাদক মামলা রয়েছে বলে জানান তিনি। শুক্রবার সকালে তাকে মাদক মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।