রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার মেয়র মনিরুল ইসলাম বাবুর দ্বিতীয় দফা জানাজা শেষে বাবার কবরের পাশে শায়িত হলেন। শনিবার (২৪ এপ্রিল) গোদাগাড়ী পৌরসভা চত্বরে প্রথম জানাজা এবং গোদাগাড়ী মহিলা ডিগ্রী কলেজ মাঠে দ্বিতীয় জানাজা নামাজের পর মহিশালবাড়ী কবরস্থানে দাফন করা হয়।
মরহুম মনিরুল ইসলাম বাবুর জানাজার নামাজে উপস্থিত ছিলেন রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী,জেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক আসাদুজ্জামান,জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার,চাপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য লতিফুর রহমান,রাজশাহী-৬আসনের সাবেক রায়হানুল হক রায়হান,গোদাগাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম,বাঘা উপজেলা পরিষদ চেয়ারম্যান লায়েবউদ্দীন লাবলু,চারঘাট উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম,পুঠিয়া উপজেলা চেয়ারম্যান জিএম হিরা বাচ্চু,লালপুর উপজেলা চেয়ারম্যান ইসাহাক আলী, নিয়ামতপুর উপজেলা ফরিদ, গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা জানে আলম, সহকারি পুলিশ সুপার আব্দুর রাজ্জাক খান, আহমেদ, চাপাইনবাবগঞ্জ পৌর মেয়র নজরুল ইসলাম, কাকনহাট পৌরসভার একেএম আতাউর রহমান, মন্ডুমালা পৌরসভার মেয়র সাইদুর রহমান,তানোর পৌরসভার মেয়র ইমরুল হক, জেলা পরিষদ সদস্য রবিউল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক, সাবেক পৌর মেয়র আনোয়ারুল ইসলাম ও আমিনুল ইসলাম,জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক একেএম আসাদুজ্জামান, জেলা যবলীগ সভাপতি আবু সালেহ,সাধারন সম্পাদক আলী আজম সেন্টু, যুগ্ন সম্পাদক ইয়াসির আরাফাত সৈকত,সাংগঠনিক সম্পাদক মেবারক হোসেন মিলন, পৌর আওয়ামীলীগ সভাপতি অয়েজউদ্দীন বিশ্বাস, পৌর যুবলীগ সভাপতি আকবর আলী,সহ-সভাপতি তরিকুল ইসলামসহ হাজার নেতা কর্মী। উল্লেখ্য যে ২১ এপ্রিল ভারতের ব্যাঙ্গালোর নারায়ণ মাল্টিসপেসিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন মনিরুল ইসলাম বাবু।