বগুড়া শহরের বিভিন্ন এলাকার হাতে বানানো সেমাই তৈরির দুটি কারখানায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৩০ হাজার টাকা জরিমানা করেন। বগুড়া শহরের নিশিন্দারা ও শিকারপুরের বাঁশবাড়িয়া এলাকায় তৈরিকৃত এ কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশের পাশাপাশি বিভিন্ন কর্মচারির স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী না থাকায় এ জরিমানা করা হয়।
দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: নাসিম রেজা।
তিনি জানান, “এক সংবাদের ভিত্তিতে সেমাই তৈরির ওই দুটি কারখানায় অভিযান চালিয়ে দেখা যায়, অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা হচ্ছিল সেমাই। এসময় সেমাই তৈরির পর সাদা কাগজে সংরক্ষণ না করে পুরাতন খবরের কাগজে রাখে। এছাড়াও সেমাাই প্রক্রিয়াকরণের সাথে যেসব কর্মীরা জড়িত ছিল তাদের হাতে ছিল না গ্লোফ্স এবং মাথায় সুরক্ষা টুপি।
তিনি আরোও জানান, নিশিন্দারা ওই কারখানা মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এমন সময় ওই মালিককে স্বাস্থ্যবিধি মেনে সেমাই তৈরির পরামর্শ দেয়া হয়। অন্যদিকে শিকারপুরের এনএসকে ফুড এন্ড কনজ্যুমার এর মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।