“চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে” এই স্লোগানতে সামনে রেখে দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার সোনালী স্বপ্ন ক্রীড়া সংঘের উদ্যোগে পৌরসভার ৪নং ওর্য়াডে মাদক মুক্ত করার লক্ষ্যে মাদক নির্মূল কমিটি গঠন করা হয়েছে।
বিরামপুর পৌর শহর ইসলাম মহল্লায় “সোনালী স্বপ্ন ক্রীড়া সংঘ” এর অস্থায়ী কার্যালয়ে সাবেক পৌর কাউন্সিলর মোঃ ওবায়দুল মিনহাজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিরামপুর পৌর মেয়র অধ্যক্ষ মোঃ আক্কাস আলী, ৪নং ওয়ার্ড কাউন্সিলর মোজাফফর রহমান, বিরামপুম মাহিলা কলেজের উপাধ্যক্ষ মোঃ মেসবাউল হক প্রমুখ।
এসময় প্রধান অতিথি বিরামপুর পৌর মেয়র তাঁর বক্তব্যে বলেন, আপনারা মাদক সেবনকারী ও মাদক ব্যবসায়ীদের সম্পর্কে আমাকে ও প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন। আমরা ইসলামপাড়া মহল্লা তথা বিরামপুর পৌরসভাকে মাদক মুক্ত করতে চাই। তারই ধারাবাহিকতায় আজ আমরা ইসলামপাড়া মহল্লায় মাদক নির্মুল কমিটি গঠন করলাম। পর্যায়ক্রমে পৌরসভার প্রতিটি পাড়া ও মহল্লায় মাদক নির্মুল কমিটি গঠন করা হবে। ইতিমধ্যে আমাদের ইসলামপাড়া মহল্লাতে অনেক মাদক ব্যবসা কমেছে। আশা রাখি সকলের প্রচেষ্টায় এবং সহযোগিতায় মাদক মুক্ত করতে পারবো ইনশাআল্লাহ্।
এসময় সোনালী স্বপ্ন ক্রীড়া সংঘের মোঃ ওবায়দুল মিনহাজকে সভাপতি ও মোঃ আলী হোসেনকে সাধারণ সম্পাদক করে ১৬ সদস্য বিশিষ্ট্য কমিটি গঠন করা হয়।
বিরামপুরে মাদক নির্মুল কমিটি গঠন অনুষ্ঠানটি সঞ্চলনা করেন সোনালী স্বপ্ন ক্রীড়া সংঘের সদস্য মোঃ ইব্রাহিম ইসলাম।