মেহেরপুরের গাংনী উপজেলায় আউশ ধান আবাদ বৃদ্ধির লক্ষ্যে কৃষকদেরকে কৃষি উপকরণ সহায়তা দেওয়া হচ্ছে। রোববার সকালে বিনামূলে সরকারি এ সহায়তা প্রদান আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
এ উপজেলায় ৩ হাজার ১৫০ জন কৃষককে এক বিঘা করে ব্রি ধান ৪৮ আবাদের জন্য বীজ ও সার প্রদান করা হচ্ছে।
গাংনী উপজেলা পরিষদ চত্ত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার আরএম সেলিম শাহনেওয়াজ। বক্তব্য রাখেন গাংনী উপজেলা চেয়ারম্যান এমএ খালেক ও উপজেলা কৃষি অফিসার কেএম শাহাবুদ্দিন আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুর রউফ।